 |
মহেন্দ্র সিং ধোনি |
ভারতীয় ক্রিকেট দলের পূর্ব ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে বাইশ গজে শেষবারের মতো দেখা গিয়েছিলো ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে। তারপর গঙ্গা বক্ষে অনেক জল গড়িয়ে গেছে। সবার মনে একটাই প্রশ্ন ধোনিকে কি আর দেশের জার্সি গায়ে মাঠে দেখা যাবে না। নেটনাগরিকরাও পক্ষে বিপক্ষে সওয়াল করে গেছেন। কিন্তু ক্যাপ্টেন কুল তার আন্তর্জাতিক ক্রিকেট খেলা না খেলা নিয়ে একটি বাক্যও খরচ করেননি।
ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ এর টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জিতে রেকর্ড গড়ে। বাঁ হাতি পেসার আশিষ নেহরা ইতিমধ্যেই ষ্টার স্পোর্টসএর একটি অনুষ্ঠানে বলেন, " ধোনিকে আমি যতটুকু জানি, তিনি নিজের শেষ খেলাটি আনন্দের সাথে খেলে নিয়েছেন। ধোনিকে নতুন করে প্রমান করার মতো কিছু নেই। আমরা সবাই এসব নিয়ে আলোচনা করি কারণ তিনি নিজের অবসর নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি। তার মাথায় কি চলছে তা কেবল উনিই বলতে পারেন। "
চেন্নাই সুপার কিংস এর সি ই ও কাশি বিশ্বনাথন ইন্ডিয়া টুডে ক বলেন , " আমরা ধোনিকে ২০২০ এবং ২০২১ সালের আইপিএল এ তো পাচ্ছিই, সম্ভবত ২০২২ সালেও তার খেলা দেখতে পাবো। বিশ্বনাথন আরও বলেন যে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি ধোনি ঝাড়খন্ড ইন্ডোর স্টেডিয়ামে নিজেকে অনুশীলনে রেখেছেন। "
চেন্নাই সুপার কিংস ২ মার্চ থেকে টিম অনুশীলন শুরু করেছিল কিন্তু করোনা ভাইরাস এর জন্য ১৪ই মার্চ এর পর তা বন্ধ হয়ে যাই। অনুশীলন ম্যাচে ৩৯ বছর বয়সী ক্যাপ্টেন কুল মাহি ৯১ বলে ১২৩ রান করেন যা খুবই ইতিবাচক ধোনির অনুগামীদের জন্য।
0 মন্তব্যসমূহ
Please do not post spam link in the comment box.