ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী করোনা পসিটিভ, টুইট করে জানালেন নিজেই

প্রণব মুখার্জী 


এবার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর করোনা রিপোর্ট পসিটিভ। তিনি নিজেই টুইট করে জানান যে যারা যারা গত সপ্তাহে ওনার সংস্পর্শে এসেছেন তারা যেন নিজেদের আইসোলেট করে নেন এবং করোনা টেস্ট করে নেন। 


৮৪ বছরের এই প্রবীণ জননেতা একসময় কংগ্রেসের খুব দক্ষ নেতা ছিলেন।  ওনার  দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির পদ উজ্জ্বল করেছেন। ২০১৯ সালে ওনাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন উপাধিতে সম্মানিত করা হয়। 


নিজের টুইটার হ্যান্ডেল এ তিনি লিখেছেন " রুটিন হেলথ চেক আপ এর জন্য তিনি হাসপাতাল যান এবং আজ তার করোনা টেস্ট পসিটিভ আসে। গত সপ্তাহে যারা ওনার সংস্পর্শে এসেছেন তারা যেন নিজেদের আইসোলেট করে নেন এবং করোনা টেস্ট করে নেন।

প্রণব বাবুর  টুইট :

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ