রাজীব ত্যাগী : ছবি টুইটার থেকে |
কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগী বুধবার সন্ধেবেলায় হৃদাক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। জানা যাচ্ছে তিনি একটি টিভি চ্যানেল এ তর্ক বিতর্কে অংশগ্রহন করেছিলেন এবং অনুষ্ঠান চলাকালীন ওনার শরীর খারাপ হতে শুরু করে। পরে গাজিয়াবাদের এক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ত্যাগীকে মৃত বলে ঘোষণা করেন।
ত্যাগীর মৃত্যুতে কংগ্রেস, অন্যান রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এবং সাধারণ নাগরিকরা বিভিন্ন সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করেন ডাক্তার সন্বিত পাত্রও। সেইসঙ্গে টুইটার এ সন্বিত পাত্রকে ত্যাগীর মৃত্যুর জন্য দায়ী করে কিছু মানুষ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অনেকে সন্বিত পাত্রর ভাষার মর্যাদা ও সুর নিয়ে কড়া সমালোচনা করেছেন।
কংগ্রেস নেতা গৌরব পান্ধি লেখেন যে , 'ত্যাগীকে সন্বিত পাত্ররা বিশ্বাসঘাতক বলেছেন। ' আর এক কংগ্রেস নেতা কিছু সাংবাদিক দের নিশানা করে বলেন এরা সংবাদ মাধ্যম কে বিষাক্ত করে
দিয়েছেন।
এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে ডাক্তার ত্যাগীর চিকিৎসা করেছেন তিনি বলছেন বিতর্ক চালাকিন ত্যাগী হৃদ আক্রান্ত হন।
দেখুন সন্বিত পাত্রর গ্রেপ্তারের দাবিতে টুইট
SAMBIT KACHRA IS A BIG STIGMA TO HUMANITY.
— Congress For India (@GodseMurdabad) August 13, 2020
THE CIVIL SOCIETY MUST BOYCOTT SUCH EVIL PEOPLE.
RIP #RajivTyagi Ji..! #ArrestSambitPatra pic.twitter.com/E2tMHdCkl4
সন্বিত পাত্র টুইট করেছেন, ' বিশ্বাস হচ্ছে না যে কংগ্রেস মুখপাত্র আমার বন্ধু শ্রী রাজীব ত্যাগী আমাদের সাথে আর নেই। আজ সন্ধে ৫ তাই আমরা বিতর্কে অংশগ্রহন করি। জীবন খুবই অনিশ্চিত। হে গোবিন্দ রাজীব জী কে নিজের শ্রীচরনে স্থান দেবেন। '
দেখুন সন্বিত পাত্রর শোক প্রকাশের টুইট
विश्वास नहीं हो रहा है कंग्रेस के प्रवक्ता मेरे मित्र श्री @RTforINDIA हमारे साथ नहीं है।
— Sambit Patra (@sambitswaraj) August 12, 2020
आज 5 बजे हम दोनो ने साथ में @aajtak पर डिबेट भी किया था।
जीवन बहुत ही अनिश्चित है ...अभी भी शब्द नहीं मिल रहें
हे गोविंद राजीव जी को अपने श्री चरणो में स्थान देना🙏
0 মন্তব্যসমূহ
Please do not post spam link in the comment box.