মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন সঙ্গে সুরেশ রায়নাও

ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি 

ভারত ২০১৯ ক্রিকেট বিশ্ব কাপ থেকে নিউজিলান্ডের কাছে হেরে যাওয়ার পর থেকেই ধোনির অবসর নিয়ে নানা জল্পনা গুঞ্জন নেট দুনিয়ায় শোনা যেতে থাকে। এমনকি অনেকে ৩৯ বছর বয়সী ক্যাপ্টেন কুল কে অবসর নেওয়ার পরামর্শও দিয়ে দেন। কিন্তু ক্যাপ্টেন কুল নিজের একটি বাক্যও খরচ করার প্রয়োজন মনে করেননি এবং করেন নিও। 


কিন্তু আজ ১৫ঐ আগস্ট মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করে যেন সবাইকে হতচকিত করে দেন। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এ ধোনি লেখেন Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired'.


দেখুন কি লিখেছেন মাহি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট এ 




মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ভারত আন্তর্জাতিক ক্রিকেট জগতে অনেক খ্যাতি অর্জন করেছে।  ধোনির নেতৃতে ভারত দুটি বিশ্বকাপ জেতে , যার মধ্যে একটি টি টোয়েন্টি ও একটি ওয়ান ডে বিশ্বকাপ।


মাহির অবসর ঘোষণা করার এক ঘন্টার মধ্যেই আরও এক অলরাউন্ডার সুরেশ রায়নাও নিজের অবসর ঘোষণা করেন। এ এন আই এর সেই টুইট। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ