অনিশ্চয়তার মেঘ কাটিয়ে ২০২০ আইপিএল এবার শুরু হচ্ছে সেপ্টেম্বর ১৯ থেকে দুবাই এ। আইপিএল এর টাইটেল স্পনসরশিপ ভিভো নিয়ে থাকে। কিন্তু এবার টাইটেল স্পনসরশিপ চাইনিজ কোম্পনি ভিভো কে দেওয়া হচ্ছে না। চীনা সেনা ভারত সীমান্তে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে আসছে করোনা আবহের মধ্যে। বিশ্বাঘাতক চীন রাতের অন্ধকারে নিরস্ত্র ভারতীয় সেনার ওপর হামলা চালায়। কিন্তু ভারতীয় সেনাও তাদের যোগ্য জবাব দিয়ে পিছনে করে দেয়। সেই হামলায় ২০ জন ভারতীয় সেনা শাহিদ হন।
0 মন্তব্যসমূহ
Please do not post spam link in the comment box.