আইপিএল এর টাইটেল স্পন্সপরশিপ কেন ভিভো নয়, কারণ বললেন সৌরভ গাঙ্গুলী


অনিশ্চয়তার মেঘ কাটিয়ে ২০২০ আইপিএল এবার শুরু হচ্ছে সেপ্টেম্বর ১৯ থেকে দুবাই এ। আইপিএল এর টাইটেল স্পনসরশিপ ভিভো নিয়ে থাকে। কিন্তু এবার টাইটেল স্পনসরশিপ চাইনিজ কোম্পনি ভিভো কে দেওয়া হচ্ছে না। চীনা সেনা ভারত সীমান্তে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে আসছে করোনা আবহের মধ্যে। বিশ্বাঘাতক চীন রাতের অন্ধকারে নিরস্ত্র ভারতীয় সেনার ওপর হামলা চালায়। কিন্তু ভারতীয় সেনাও তাদের যোগ্য জবাব দিয়ে পিছনে করে দেয়। সেই হামলায় ২০ জন  ভারতীয় সেনা শাহিদ হন। 

ভিভো এবং বি সি সি আই র মধ্যে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত টাইটেল স্পন্সরশিপের চুক্তি হয়, ৪৪০ কোটি টাকা প্রতি বছর। পুরো দেশ জুড়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদের জন্য  চীনা প্রোডাক্ট বয়কট এর ডাক দিয়েছে ভারতীয় জনতা। বি সি সি আই এবং ভিভো বর্তমান আবহে টাইলটেল স্পনসরশিপ চুক্তি স্থাগিতা রাখার সিদ্ধান্ত নিয়েছে। বি সি সি আই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন কোনো অৰ্থনৈতিক কারণ নয়, চুক্তি স্থাগিতকরণ একটি "ব্লিপ" মাত্র। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ