আন্দামান ও নিকোবর পেলো সমুদ্রের নিচে অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী: ফাইল চিত্র 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ এ ডিসেম্বর ২০১৮ই  চেন্নাই ও আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে সমুদ্রের নিচে ফাইবার ক্যাবল ইন্টারনেট সংযোগ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আজ  ৫৮৯ দিনের  মাথায় প্রধানমন্ত্রী প্রকল্পটির উদ্বোধণ করেন এবং জাতির উদ্দেশ্যে সমর্পন করেন।

প্রকল্পটি সম্পন্ন করেছে ভারত সঞ্চার লিমিটেড অর্থাৎ বি এস এন এল। এই প্রকল্পের আগে পোর্ট ব্লেয়ার দেশের দক্ষিন প্রান্তের সাথে উপগ্রহের সাথে সংযুক্ত ছিল। এর আগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় ৪ লক্ষ্য নাগরিক হাই স্পিড ইন্টারনেট থেকে বঞ্চিত ছিলেন। 

চেন্নাই থেকে প্রায় ২৩০০ কিলোমিটার ফাইবার অপটিক ডাটা ক্যাবল এর জাল সমুদ্রের নিচে ছড়ানো হয়েছে। এই ফাইবার অপটিক ক্যাবল হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম। এই সাবমেরিন ক্যাবল লাইনটি পোর্ট ব্লেয়ার কে স্বরাজ দ্বীপ, লিটল আন্দামান, কার নিকোবর, কামোর্ত, গ্রেট নিকোবর লং আইস্ল্যাণ্ড এবং রঙ্গত কে সংযুক্ত করবে।

এই প্রকল্পটি করতে খরচ হয়েছে প্রায় ১২২৪ কোটি টাকা।

দেখুন টুইট ভিডিও :

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ