এবার কি তাহলে বাবা রামদেব এর পতঞ্জলি আই পি এল টাইলটেল স্পনসর

বাবা রামদেব 
    

ভারতীয় ক্রিকেট বোর্ড ( বি সি সি আই ) এবং চাইনিস কোম্পানি ভিভোর মধ্যে এবছর আই পি এল টাইটেলে স্পনসরশিপ স্থগিত রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বি সি সি আই নতুন স্পন্সরশিপ খুঁজছে তার মধ্যে পতঞ্জলি আয়ুর্বেদ আবার খবরের শিরোনামে। 


নেট দুনিয়ায় গুঞ্জন শোনা যেতে শুরু করে পতঞ্জলি আইপিএল টাইটেল স্পনসরশিপ এর জন্য আবেদন করতে চলেছে। পতঞ্জলির মুখপাত্র এস কে তিজারাওয়ালা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া কে জানান যে, হ্যা আমরা বিবেচনা করছি।  এটি ভোকাল ফর লোকাল এবং একটি ভারতীয় ব্রান্ডকে বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠিত করবার জন্য এটি একটি সঠিক প্লাটফর্ম। আমরা সেই দৃষ্টিকোণ থেকেই চিন্তাভাবনা করছি।


তিজারাওয়ালা আর বলেন, আমরা এখনো এব্যাপারে কোনো ফাইনাল সিদ্ধান্ত নিই নি। এরই মধ্যে পতঞ্জলি নিয়ে নেটনাগরিকরা মজার মজার মিম শেয়ার করা শুরু করে দিয়েছেন। টুইটারে এখন #PatanjaliIPL ট্রেন্ডিং। 


দেখুন কিছু মজার টুইট :



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ