রুপোর ইট এ বর্ণাঢ্য রাম মন্দির ভূমি পূজন সম্পন্ন অযোধ্যায়



রুপোর ইট এ বর্ণাঢ্য রাম মন্দির ভূমি পূজন সম্পন্ন অযোধ্যায়
প্রস্তাবিত রাম মন্দির । ফাইল চিত্র 

অযোধ্যা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ ৫ ঐ অগাস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর উপস্থিতে রুপোর ইট এ বর্ণাঢ্য রাম মন্দির ভূমি পূজন সম্পন্ন অযোধ্যায়। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের করোনা রিপোর্ট পসিটিভ আসার পর থেকেই নরেন্দ্র মোদীর ভূমিপুজন এ উপস্থিত থাকা নিয়ে নানা জল্পনা শোনা যেতে থাকে। কিন্তু নরেন্দ্র মোদী কথামতোই ভূমিপূজনে উপস্থিত হলেন এবং ধুমধাম করে রাম মন্দিরের শিলান্যাস করে জাতির উদ্দেশে ভাষণ ও দিলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এস এস প্রধান নির্বাহী মোহন ভাগবত, উত্তরপ্রদেশ এর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশ এর রাজ্যপাল আনন্দিবেন পটেল দের মতো কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব বিশেষ।

নরেন্দ্র মোদী । ফাইল চিত্র 

দীর্ঘ অপেক্ষার পর ৯ নভেম্বর ২০১৯ এ সুপ্রিম কোর্ট এ রাম মন্দির/বাবরি মসজিদ এর ঐতিহাসিক রায় আসার পরই মন্দির বানানোর জন্য ট্রাস্ট গঠন করা হয়। আজ রুপোর ইট এ শিলান্যাস করা হয় রাম মন্দিরের। আজ অযোধ্যার সাথে পুরো দেশ এর জনতার মধ্যে রাম মন্দির ভূমি পূজন নিয়ে বেশ উৎসাহ দেখা দেয়। 







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ