ট্রাম্পের ঘোষণা সেদেশেও টিকটক নিষিদ্ধ


ডোনাল্ড ট্রাম্প 

তাহলে ভারতের পথেই কি আমেরিকাও? তথ্য নিরাপত্তার জন্য ভারত ইতিমধ্যেই ৫৭ টি  চীনা অপ্প্লিকেশন এর ওপর সার্জিকাল স্ট্রাইক করেছে।সেই লিস্ট এ জনপ্রয়ি টিকটক ও সামিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন  আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে টিকটক ও তার প্যারেন্ট সংস্থা বাইটডান্স মার্কিন মুলুকএ ব্যবসা করতে পারবে না। 

ট্রাম্প বারংবার অভিযোগ করে আসছেন মারণ ভাইরাস করোনা আদতে চীনা সরকার এর মস্তিস্ক প্রসূত। ট্রাম্প  দাবি করেছেন চীনের কমিউনিস্ট সরকার ইতিমধ্যেই টিকটকের মাধ্যম্যে অনেকে আমেরিকান নাগরিকের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে এবং ভবিষ্যতে তারা আমেরিকান নাগরিকদের ব্ল্যাকমেল করতে পারে।



বিশ্বের অনেক দেশেই সুরক্ষার স্বার্থে সৈন্য সার্ভিসে এইরকম সোশ্যাল অপ্প্লিকেশন নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর বিল গেটস এর কোম্পানি মাইক্রোসফট, টিকটক ও তার প্যারেন্ট সংস্থা বাইটডান্স এর ব্যবসা কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ