![]() |
ভারতের ধনকুবের মুকেশ আম্বানি এখন বিশ্বের চতুর্থতম ব্যক্তি |
সাফল্যের র একধাপ উঠে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর কর্ণধর ভারতের ধনকুবের মুকেশ আম্বানি এখন বিশ্বের চতুর্থতম ব্যক্তি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স এর প্রকাশিত তালিকা অনুযায়ী আম্বানি, ফরাসি শিল্পপতি বার্নার্ড আরনায়েল্টকে টপকে চতুর্থ ধনী শিল্পপতি। কার্যত পুরো বিশ্ব যখন করোনা আতঙ্কে বিধস্ত তখন আম্বানি এন্ড কোম্পানি একের পর এক বিনিয়োগ নিজের ঝুলিতে কুড়িয়ে নিয়েছে। আম্বানির বর্তমান সম্পত্তির পরিমান ৮০.৬ বিলিয়ন মার্কিন ডলার যার ভারতীয় মূল্য ৬.০৪ লক্ষ্য কোটি। বার্নার্ড আরনায়েল্টর বর্তমান সম্পত্তির পরিমান ৮০.২ বিলিয়ন মার্কিন ডলার বা ৬.০১ লক্ষ্য কোটি।আম্বানির সামনের যারা তিনজন ধনী ব্যক্তি আছেন তারা হলেন যথাক্রমে আমাজন এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মাইক্রোসফট এর সিইও বিল গেটস এবং ফেইসবুক এর জন্মদাতা মার্ক জুকেরবার্গ।
বিশ্বের সেরা ১০ ধনী ব্যক্তি ও তাদের সম্পত্তির পরিমান
- জেফ বেজোস ১৮৭ বিলিয়ন ডলার
- বিল গেটস ১২১ বিলিয়ন ডলার
- মার্ক জুকেরবের্গে ১০২ বিলিয়ন ডলার
- মুকেশ আম্বানি ৮০.৬ বিলিয়ন ডলার
- বার্নার্ড অর্নাউলট ৮০.২ বিলিয়ন ডলার
- ওয়ারেন বাফেট ৭৯.২ বিলিয়ন ডলার
- স্টিভ বলমার ৭৬.৪ বিলিয়ন ডলার
- ল্যারি পেজ ৭১.৩ বিলিয়ন ডলার
- সের্গেই ব্রিন ৬৯.১ বিলিয়ন ডলার
- ইলন মাস্ক ৬৮.৭ বিলিয়ন ডলার
0 মন্তব্যসমূহ
Please do not post spam link in the comment box.