কর্ণাটকের স্বাস্থ্য মন্ত্রী করোনা পসিটিভ

বি শ্রীরামুলু 


কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার পর এবার স্বাস্থ্য মন্ত্রী বি শ্রীরামুলু করোনা পোস্টিভ হলেন। ঠিক এক সপ্তাহ আগেই ইয়েদুরাপ্পা করোনা পজিটিভের খবর আসে আর আজ এক সপ্তাহের মাথায় স্বাস্থমন্ত্রীর করোনা পসিটিভ বেশ চিন্তাজনক। শ্রীরামুলু টুইটে এই খবর জানিয়েছেন।


তিনি বলেন সর্দি কাশির মতো উপসর্গ থাকায় তিনি টেস্ট করেন। তিনি আরও বলেন রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির তদারকির জন্য ৩০ টি জেলা পরিদর্শন করেছেন তাই হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্রীরামুলু এখন ব্যাঙ্গালুরুর Bowring হাসপাতাল এ চিকিৎসাধীন। 


স্বাস্থ্যমন্ত্রী বলেন ওনার সাথে যারা সংস্পর্শে এসেছেন তারা যেন সতর্কমূলক ব্যবস্থা অবলম্বন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ