মুম্বাই: এবার শিব সেনার পত্রিকা "সামনা " তে শিব সেনার তরফে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তোপ দাগা হয়েছে। বলা হয়েছে বিহার সরকারের সুশান্ত সিং কেস এ হস্তক্ষেপ করা উচিত হয় নি।
মুম্বাই পুলিশ এর তদন্তের ওপর আস্থা না থাকায় সুশান্তের বাবা কে কে সিং বিহারে রিয়া চক্রবর্তী, রিয়ার ভাই এর নামে এফ আই আর করেন। তারপর রিয়া সুপ্রিম কোর্টে আবেদন করেন মুম্বাই পুলিশ যেহেতু তদন্ত করছে তাই বিহার থেকে তদন্ত মুম্বাইয়ে সরিয়ে আনা হয়।
এখন সুশান্ত সিং কেস টি সুপ্রিম কোর্টে বিচারধীন। বিহার সরকার গত সপ্তাহেই সি বি আই তদন্তের সুপারিশ করে, বলে সুশান্তের পরিবার এজেন্সিটির তদন্ত চেয়েছিলো। এরই মধ্যে ই ডি রিয়াকে নিজের দপ্তরে ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায়।জিজ্ঞাসাবাদ করা হয় রিয়ার ভাইকেও। তদন্তে জানা গেছে রিয়া সুশান্তের ক্রেডিট কার্ডেই সমস্ত বিল মেটাতেন। সুশান্ত সিঙ কেস এ নিত্য নতুন তথ্য সবাইকে বিস্মিত করেছে। এরপর তদন্তে কি নতুন অবাক করা তথ্য উঠে আসে তা সময়সাপেক্ষ।
0 মন্তব্যসমূহ
Please do not post spam link in the comment box.