বিজেপির পশ্চিমবঙ্গ জয় করার জন্য প্রয়োজনীয় রনকৌশল স্থির করা শুরু

বিহারের পর এবার বিজেপির পাখির চোখ পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটানো। নিজের গদি বাঁচানোর জন্য মমতা যেমন ভোট কুশলী প্রশান্ত কিশোরের সাহায্য নিচ্ছেন উল্টোদিকে বিজেপির পশ্চিমবঙ্গ জয় করার জন্য প্রয়োজনীয় রনকৌশল স্থির করা শুরু করেছে। আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ জয় করার রণকৌশল ঠিক করতে গিয়ে বঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গ কে পাঁচটি যোনে বিভক্ত করে প্রত্যেক যোনে এক জন করে কেন্দ্রীয় নেতা নিযুক্ত করেছে। 

বিজেপির পশ্চিমবঙ্গ জয় করার জন্য প্রয়োজনীয় রনকৌশল স্থির করা শুরু
বিজেপির পশ্চিমবঙ্গ জয় করার জন্য প্রয়োজনীয় রনকৌশল স্থির করা শুরু


সে পাঁচটি জন হল উত্তরবঙ্গ যোন, কলকাতা যোন, রাঢ়বঙ্গ যোন, নবদ্বীপ যোন এবং মেদিনীপুর যোন। সূত্রের খবর সুনিল দেওধর দেখছেন মেদিনীপুর যোন, রাঢ়বঙ্গ থাকছে বিনোদ সোনাকারের অধীনে, বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি হারিশ দেখছেন উত্তরবঙ্গ, কলকাতা যোন ন্যাশনাল জেনারেল সেক্রেটারি দুষ্যন্থ কুমার গৌতম এবং বিনোদ তাওড়ের তত্ত্বাবধানে থাকছে নবদ্দীপ যোন। এই ৫ জন কেন্দ্রীয় নেতা ছাড়াও বিজেপির জেনারেল সেক্রেটারি বিএল সন্তোষ বেঙ্গলে অতিরিক্ত সময় কাটাবেন।

কেন্দ্রীয় নেতা দেওধার ত্রিপুরায় বাম শাসন সমাপ্ত করে কংগ্রেস শাসন স্থাপনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন।ঠিক একইভাবে গৌতম মধ্যপ্রদেশে এবং সোনাকার উত্তরপ্রদেশে বিজেপির জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন।

বিজেপি রাজ্য নেতৃত্তের একজন বড় মাপের নেতা কথা অনুসারে আনুমানিক ৫০ জন কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির ২০২১ এর জয় নিশ্চিত করার জন্য বেঙ্গল এ সময় কাটাচ্ছেন। তিনি আরো বলেন রাজ্য যেখানে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি সেই সব আসন ও কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে আছে।

এই পাঁচটি যোনে নিযুক্ত কেন্দ্রীয় নেতৃত্ব জেলাস্তরে মিটিং করে বলা যেতে পারে সেই গ্রাউন্ড রিপোর্ট ইউনিয়ন মিস্টার অমিত শাহকে  সরাসরি জমা দেবেন। গত সপ্তাহে অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরের পর এই সিদ্ধান্ত রাজনৈতিক বিশেষজ্ঞ মহল এ আলোচনার বিষয় হয়ে উঠেছে। সূত্রের খবর অমিত সাহা এই রিপোর্ট পাওয়ার পর নভেম্বরের শেষ দিকে হয়তো আবার বেঙ্গল সফরে আসতে পারেন।




ইতিমধ্যেই বিজেপির আইটি সেল এর প্রধান অমিত মালভিয়া বেঙ্গল সফর করে গেছেন এবং তিনি বেঙ্গল আইটি সেলে প্রধানের ভূমিকা নিৰ্বাহন করবেন।

আজকের মিটিং এ সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আন্দোলনের একটি সময়সীমা তালিকা প্রস্তুত করা হয়েছে আপাতত ডিসেম্বর পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ