প্রধানত প্রত্যেক আপডেটের সাথে অ্যাপেল কিছু নতুন ফিচারস দিয়ে থাকে কিন্তু এইবার সিকিউরিটি ফিচারস নিয়ে এসেছে অ্যাপেল। iOS 13.4.1, iPad who is 14.4.1, Mac vs big Sur 11.2.3 আর watch OS 7.3.2 সিকিউরিটি নিয়ে এসেছে যা মেমোরি করাপ্ট হয়ে যাওয়ার সমস্যা সমাধান করবে বলে অ্যাপেলের দাবি। এই মেমোরি করাপ্ট হয়ে যাওয়ার বাগ আপনার ডিভাইস হ্যাক করার জন্য হ্যাকারদের খুবই সহজ টার্গেট হয়ে যেতে পারে। তাই আপেল সমস্ত ইউজারদের নতুন ভার্সন আপডেট করার জন্য আবেদন জানিয়েছে।
এই আপডেট আইফোন 6s এবং তার পরবর্তী সমস্ত মডেলের জন্য নিয়ে আসা হয়েছে। এছাড়া iPad OS 14.4.1 আপডেট iPad air 2, iPad mini 4 এবং অন্য নতুন মডেলের জন্য প্রযোজ্য। আপডেট করার জন্য আপনার আইপ্যাড সেটিংসে গিয়ে জেনারেল সেটিংসে গিয়ে সফটওয়্যার আপডেট অপশন টি ক্লিক করুন। আপডেট করার পুর্বে আপনার ডিভাইসের ব্যাটারি অন্ততপক্ষে ৫০ পার্সেন্ট রাখার চেষ্টা করুন।
টেকনোলজি প্রযুক্তি সংস্থা অ্যাপেল Mac Os Bug Sur 11.2.3 আপডেট সমস্ত ম্যাকবুক imac, imac mini এবং অন্য mac কম্পিউটারের জন্য নিয়ে এসেছে। সাধারনত আপনার ম্যাক কম্পিউটার ইন্টারনেট এর সাথে যুক্ত থাকলে Mac OS নিজে থেকেই ডাউনলোড হয়ে যায়। যদি ডাউনলোড না হয়ে থাকে তাহলে system preference>software update স্টেপস ফলো করে আপডেট করে নিতে পারেন।
0 মন্তব্যসমূহ
Please do not post spam link in the comment box.